সুধী,
উত্তর-পূর্ব ভারতের উন্নয়নে নীতি আয়োগের ভাবনার উপর দাঁড়িয়ে ত্রিপুরায় রাজ্য সরকারের সঙ্গে সহমতের ভিত্তিতে “ত্রিপুরা নলেজ সিটি” নির্মাণের রূপরেখা (মাস্টার প্লান) নির্ধারণের জন্য আগামী ৭ই মে ২০২৪ এক আলোচনা সভা এবং এই নলেজ সিটির অংশ হিসেবে আগামী ৮ই মে ২০২৪, বুধবার, বাংলার ২৫ বৈশাখ – কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে পথ চলা শুরু করবে “ত্রিপুরা শান্তিনিকেতন কালচারাল একাডেমী”। আগামী ৭-৮ মে বিকাল ৩টে থেকে প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের লেকচার হল – ২ এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এই বিষয় ও আমাদের দ্বারা পরিচালিত বিভিন্ন পোর্টাল এর ব্যবহার ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করার জন্য আগামী শুক্রবার (১২ এপ্রিল ২০২৪), সন্ধ্যা ৭টায় আগরতলা প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই সভায় আপনার উজ্জ্বল উপস্থিতি একান্ত ভাবে কামনা করি।
নমস্কার।
নমস্কার।
বিনীত
মলয় পীট
আহ্বায়ক
ত্রিপুরা শান্তিনিকেতন কালচারাল একাডেমী
Telemedicine is the natural evolution of health care & We are improvising a new mission.